জীবনের খেলাঘরে
-ইন্দিরা দত্ত
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
অভিশপ্ত মনাকাশে সাঁঝের তরণী
ছাড়িতে অবশ্য হবে সাধের ধরণী ।
জীবনের খেলাঘর নহে চিরস্থায়ী,
পৃথিবীর রঙ্গমঞ্চে মোরা পরিযায়ী।
ভাগ্যাকাশে ভাগ্য যদি প্রসন্ন না হয়!
জীবন তরণী দেখে প্রাণে লাগে ভয়।
কুহকিনী আশা জানি তবু তাতে ভাসা,
হাসি-কান্না সুখ-দুখ নিয়ে ভবে আসা।
ক্ষণিকের খেলাঘরে আসি মোরা সবে,
শূন্য হাতে ছাড়ি যাবো,সব পড়ে রবে।
তবে মিছে কোলাহল কেন করি হায়?
জীবনের তরীখানি বড়ো অসহায়।
প্রত্যাশার আলোটুকু যায় উঁকি দিয়ে,
কতশত স্বপ্ন জানি আসে আশা নিয়ে।
সুখের এ খেলাঘর যদি ভাঙে হায়!
হৃদয় কাঁদিয়া ওঠে সদা বেদনায়।
আশায় আশায় স্বপ্ন বাঁধি খেলাঘরে,
তাসের ঘরের মতো ভাঙে বালুচরে।
মনাকাশে স্বপ্নরাশি ক্ষণে ক্ষণে আসে,
মরীচিকা সম লাগে ক্রুর হাসি হাসে।
আলেয়ার ছলনাতে জর্জরিত মন,
অলীক সুখের কথা ভাবি সর্বক্ষণ।
ভুলে ভরা এ জীবন যদি হয় পার,
অবশ্য বুঝিব তাহা কৃপা বিধাতার।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি –
আমি ইন্দিরা দত্ত একজন গৃহ শিক্ষিকা ও গৃহবধূ। বরাবর লিখতে ও পড়তে ভালোবাসি। এছাড়া বাগান করা নাচ গান আবৃত্তি আমার প্রিয় বিষয়। মায়ের নাম- শ্রীমতি বীণাপাণি বিশ্বাস। পিতার নাম- ঈশ্বর শ্রী শ্যামসুন্দর বিশ্বাস। স্বামীর নাম – উৎপল দত্ত