পবিত্র ভালোবাসা
-শান্তি দাস
♥♥♥♥♥♥♥♥♥♥♥
স্রষ্টার সৃষ্টি ভালোবাসা নির্মল শাশ্বত, সুন্দর অমলিন।
এই প্রেম ভালোবাসা বাহ্যিক সৌন্দর্যে নয় অন্তরের আকর্ষণ।
প্রেম ভালোবাসা জীবনের অঙ্গ এক অনন্য আবেগ,
কখন ও করে বিধ্বস্ত কখন ও আশ্বস্ত চিরন্তন সত্য।
মা বাবার ভালোবাসা স্নেহের বন্ধনে আবদ্ধ, অবিনশ্বর।
পরিণত যৌবনে বসন্তের ছোঁয়া,
প্রণয় বিরহের শাশ্বত প্রেমের নব অধ্যায়।
ভালোবাসা ত্যাগের জীবনকে করে ঐশ্বর্য্যবান
জীবনকে করে দুর্বিনীত গতিশীল।
ভালোবাসার রঙ মেঘলা আকাশে কখনো রামধনু,
কখনো সন্ধ্যার দিবাকর, অমাবস্যার রাত প্রদীপ তারা,
যামিনীর আকাশে মনোলোভা চাঁদ এটা চিরন্তন।
ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে অনুভব করা,
মনের গভীরে বিনে সুতোয় গাঁথা অদৃশ্য বন্ধন,
জীবনের পরিপূর্ণতার আবাস্থল,প্রাপ্তি দুর্বার প্রেমসুধা।
কর্মক্ষেত্রে পারস্পরিক প্রেরণা ভালোবাসা,
হয় কল্যাণকর, সম্পর্ক হয় নিগূঢ়।
আবহমানকালের সৃস্টি তাই রেখেছে করে মহান
শিল্প, সাহিত্য সৃজনশীল স্থাপত্য ভাস্কর্যে।
♥♥♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
শান্তি দাস, শিক্ষাগত যোগ্যতা-এম এ (এডুকেশন), কল্যাণী বিশ্ববিদ্যালয় (নদীয়া), সরকারি বিদ্যালয়ে বিষয় শিক্ষিকা , খোয়াই, জাম্বুরা,ত্রিপুরা