বর্তমান পরিস্থিতি

-শিবানী সাহা

∼∼∼∼∼∼∼∼∼∼

বর্তমান পরিস্থিতির কথা

বলবো কিরে ভাই,

দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে

খেয়ে পড়ে বাঁচাই দায়।

শিক্ষার্থীদের করুন অবস্থা

কোথাও চাকরি নাই,

ন্যায্য অধিকারের দাবিতে

আন্দোলন দেখতে পাই।

ভোটের বাজার সরগরম

চারিদিকে চলছে প্রচার,

অন্যায়ের প্রতিবাদ করলে পরে

অধিকার নেই বাঁচার।

নানা সমস্যায় জর্জরিত জীবন

সমাধান হবে কেমন করে,

নিজের স্বার্থ হাসিলে ব্যস্ত

সমাধান বসে ঠান্ডা ঘরে।

দীন দুঃখীর করুণ অবস্থা

ভাত জোটেনা পেটে,

ভোট আসে ভোট যায়

জীবন বাঁচে মাঠে খেটে।

পরিবর্তন আসেনা ওদের জীবনে

ভাঙা ঘরে চাঁদের আলো,

অসৎ পথে রোজগার যাদের

তারাই থাকে ভালো।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি:-

আমি শিবানী সাহা। বর্তমানে হুগলি জেলার কোন্নগরে বাস করি। সাহিত্যের প্রতি অনুরাগ ছোটবেলা থেকেই। কবিতা লিখতে ও পড়তে খুব ভালোবাসি।প্রাত্যহিক জীবনে অবসর সময় অতিবাহিত হয় কবিতা লিখে ও কবিতা পড়ে।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*