মানবতা
-সঞ্জয় টুডু
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
মানব সেবায় মানবতা,
নাহি লাগে কোনো দক্ষতা।
সদিচ্ছা থাকলেই সম্ভব,
মানুষকে ভালোবাসলে করা যায় সব।
জীবনের কোনো না কোনো সময়ে হয় অসহায়,
পাশে দাঁড়িয়ে থেকেও সাহায্য করা যায়।
দেখেও না দেখার নাহি করো ভান,
যতটা পারো সর্বদা করো দান।
সুযোগ কভু নাহি নিবে,
সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।
সুখ দুঃখ নিয়েই জীবন,
খারাপ পরিস্থিতির হবেই আগমন।
শুধু অর্থ দিয়ে নয়,
সেবা করেও হয়।
মানুষ মানুষেরই জন্য,
ভেবো না কাউকে অন্য।
দিন হোক বা রাত,
যদি দেখো, বিপদে আছে
বাড়িয়ে দাও ভরসার হাত।
উপকার যদি করো কারও,
অন্তরে বেশ লাগে ভালো।
ভেবে দেখে হাতে হাত ধরো,
পদমর্যাদার চেয়ে কিন্তু
মানবতা অনেক বড়ো।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি ঃ-
উত্তরদিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত নাকোল গ্ৰামে জন্ম। বর্তমানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত। বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ও বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে লেখা লেখি করেন। ‘সৃষ্টির খোঁজে’ ম্যাগাজিনে প্রকাশিত প্রথম কবিতার নাম’নীরব বৃক্ষ’।