খন্ড -বিখন্ড
-মিজানুর রহমান মিজু
∞∞∞∞∞∞∞∞∞∞∞
◑আমার বয়োজ্যেষ্ঠো কলিম শার়্ফি
উনার বয়স যখন একুশ
তখন উনি দেখেছিলেন -এক বালক
একটি বন মোরগের পেছনে ছুটছে।
◑বয়োজ্যেষ্ঠো’র বয়স যখন বায়ান্ন
তখন উনি দেখেছিলেন -এক যুবক
কেমন করে তার প্রিয়তমা
প্রেমিকার গালে চুম্বন আঁকে।
◑বয়োজ্যেষ্ঠো’র বয়স যখন নব্বই
তখন উনার শরীর বড়-নির্লজ্জ
রোগ বিকলাঙ্গতায় আক্রান্ত
চোখেও ভালো মত দেখতে পান না।
◑বয়োজ্যেষ্ঠো’র বয়স শত বছর উর্ধ্ব
এখন পুরো সময় জুড়ে চিৎ-শোয়ায়
গলা ছেড়ে পরিবারের কাউকে আর
উনি ডাকতে’ও পারেন না।।
∞∞∞∞∞∞∞∞∞∞∞
◑◑কবি পরিচিতিঃ
পেশাগত জীবনে বীমা প্রতিষ্ঠান ও কৃষিজ খাতের(প্রান্তিক) সাথে জড়িত। নিয়মিত- অনিয়মিত লিখা-লেখি,অভিনয় শিল্প সহ নবরূপী, দিনাজপুর এর সাথে জড়িত। ছদ্মনাম -অন্ষিষা রহমান মিজু নামে’ও কিছু লেখা -লেখি রয়েছে।।