অসহায়

-মোঃ হাসানুজ্জামান

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

ভালোবাসা আর বিশ্বাস তৈরি হয়,

একেবারেই মনের গভীর থেকে,

যা কাউকে মুখে বলে বোঝানো যায় না।

আমি শুধু মুখেই বলতে পারি ভালোবাসি ভালোবাসি,

কিন্তু ভালবাসা কি জানিনা।

কারো জন্য হৃদয়ের গভীরে

সব সময় ভাবনার জাল বিছিয়ে,

তার ভাবনায় বিভোর হয়ে থাকা,

বুকের ভেতর ছটফট করা,

উদাস হয়ে আনমনে তার কথা চিন্তা করা,

এগুলো যদি ভালোবাসা না হয়,

তবে সত্যিই ভালোবাসা কি-

আমি তা জানি না।

এক সময় ভাবতাম-

কারো জন্য মন কাঁদলে,

কারো একটু কথা শোনার জন্য,

কাউকে এক পলক দেখার জন্য,

মনের ভেতর হাঁকুলি বিকুলি করলে,

তাকেই ভালোবাসা বলে।

আজকাল ভালোবাসার মানেও বদলে গেছে,

আমার ভাবনায় বিশ্বাস মানে হলো-

কারো কাছে নিজের সবকিছু উজাড় করে দিয়ে,

নিশ্চিন্ত মনে গভীর ঘুমে আচ্ছন্ন থেকে,

নিজের সবটুকু কারো হাতে গচ্ছিত রেখে,

চোখ বন্ধ করে দুশ্চিন্তা মুক্ত থেকে,

প্রাণ ভরে বুক ভরে নিঃশ্বাস নিতে পারার নামই বিশ্বাস।

এখন আর কেউ কাউকে বিশ্বাস করতে চায় না,

কারণ প্রকৃত ভালোবাসা আর বিশ্বাসের অভাবে,

প্রতারণা ছলনা স্বার্থপরতার ভিড়ে,

বিশ্বাসী মানুষ গুলো অসহায় হয়ে যাচ্ছে।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

পরিচিতিঃ

নামঃ মোঃ হাসানুজ্জামান, জন্মঃ ১লা মার্চ ১৯৮৪ ইং, পেশাঃ প্রভাষক ( ভূগোল ও পরিবেশ ), গ্রামঃ রাধাকান্তপুর, পোস্টঃ বেরিলা বাড়ি  থানাঃ লালপুর, জেলাঃ নাটোর, বিভাগঃ রাজশাহী, ঢাকা-বাংলাদেশ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*