ধূর্ত রোগে কলিযুগ
-শ্রী স্বপন কুমার দাস
≅≅≅≅≅≅≅≅≅≅≅
ধূর্ত আমি ধূর্ত তুমি
ধূর্ত সকল জন,
ধরা ভূমি কর্ম ভূমি
কর্ম বিমুখ মন।
ধরা জন্ম পাপ কর্ম
নিত্য নরক ভোগ,
নিত্য হেথা হাহাকার
নিত্য নতুন রোগ।
পাপী মন পাপী জন
ধূর্ত আসা যাওয়া,
ক্রোধ লোভ স্বার্থ সিদ্ধি
ব্যস্ত সকল কায়া।
মিথ্যাচার সদাচার
মিথ্যার ফুলঝুরি,
সত্যকথা বাকরুদ্ধ
মনের মধ্যে ছুরি।
কলিযুগ শেষ ধাপ
ধূর্ত বাড়বাড়ন্ত,
বিশ্রী মন নির্যাতন
ধূর্ত রোগে আক্রান্ত।
===============
সংক্ষিপ্ত কবি পরিচিতি=
কবি= শ্রী স্বপন কুমার দাস, পিতা=সন্তোষ কুমার দাস, মাতা= কল্যণী দেবী।জন্ম-১৯৬৩ সালের ১৬ এপ্রিল মেদিনীপুর জেলার (বর্তমান-ঝাড়গ্রাম জেলা)গোপীবল্লভপুর গ্রামে। কবিতা চর্চার সাথে ১৯৮০ সাল থেকে যুক্ত বহু পত্রিকা ওনার লেখা সাদরে প্রকাশ করেছে মুগ্ধতার সাথে। সুস্থ সমাজ গড়ার স্বপ্নে বিশ্বাসী মাননীয় কবি মূলত সমাজ চেতনা মূলক কবিতা লিখেন পাঠকদের উদ্দেশ্যে। (ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ)
≅≅≅≅≅≅≅≅≅≅≅