প্রতিবাদ
-বিপ্লব শামীম
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
আমি মানুষের কথা বলি
কে দিয়েছে এই অধিকার?
নিয়ম যখন ব্যত্যয়ের শিকার
বিবেক তাড়ায় তা বলবার!
আমি শুধু আমার জন্যই
এসেছি কি এ ধরায়?
মনু্ষ্য কিছু কর্তব্যও কিন্তু
আপনা আপনি এসে যায়!
যখন যেখানে সংঘটিত হয়
শৃঙ্খলা ভক্ষক অনিয়ম,
বিবেকী মানুষ করে প্রতিবাদ
প্রতিরোধ হয় চরম!
দুনিয়া এক শৃঙ্খলিত আবাস
কেউ কি দিতে পারে ফাঁকি?
হোক তা হিংস্র জানোয়ার
হোক কীটপতঙ্গ পশুপাখি!
অথচ জ্ঞান বিবেকে পূর্ণ মানুষের
কি করুণ অধঃপতন,
সভ্যতাকে ধ্বসিয়ে কেউ কেউ
করে অসভ্য আচরণ!
লোভ লালসায় অন্ধ কেউ
ঢুকে অনিয়মের গহ্বরে,
সম্পদ তার আবর্জনা স্বরূপ
বিবেচিত সে পিচাশের কাতারে!
নিজ স্বার্থ চরিতার্থে কেউ
অন্যের অধিকারকে করবে হরণ?
সেই পিচাশকে রুখতে হবে
বন্ধ করতে হবে অনিয়ম!
শৃঙ্খলা রক্ষায় আসবে আঘাত
তাই কি করবোনা প্রতিবাদ?
উপড়িয়ে ফেলবো যত অনিয়ম
গুঁড়িয়ে দিব ওদের বিষদাঁত!
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
পরিচিতিঃ
নামঃ দেওয়ান শামীমুল ইসলাম (বিপ্লব শামীম), জন্মঃ ২৮শে মে ১৯৭১ ইং, পেশাঃ শিক্ষকতা, গ্রামঃ তিরঞ্চ, পোস্টঃ আইসড়া থানাঃ বাসাইল, জেলাঃ টাঙ্গাইল, বিভাগঃ ঢাকা, বাংলাদেশ।