সুরুজ মিঞা
-মিলাদ হোসেন
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
সুরুজ মিঞা স্বপন দেখে
শুয়ে ছেঁড়া কাঁথায়
একদিন সে লাখপতি হবে
থাকবে অট্টালিকায়।
রূপবতী নারী বিয়ে করবে
থাকবে মহাসুখে
ছুঁতে পারবে না কভু তাকে
অলক্ষুণে দুখে।
মার্সিটিজ গাড়িতে চড়েই
ঘুরবে সারাক্ষণ
খুশিমনে কাটবে যে তার
প্রতিটি ক্ষণ।
সুরুজ মিঞার অবুঝ মনে
রঙ জমেছে বেশ
কল্পনাতেই জীবন সাজায়
নেই তো খুশির শেষ।
এমনি করেই সুরুজ মিঞা
ভাবে কত কিছু
রাত পোহালে চেয়ে দেখে
সবই যে তার মিছু।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
লেখক পরিচিতি ঃ
দুটি পাতা একটি কুঁড়ি খ্যাত মৌলভীবাজার জেলার সদর উপজেলার ০৭ নং চাঁদনী ঘাট ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের মমরুজপুর গ্রামে এক মুসলিম পরিবারে কবি মিলাদ হোসেন জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল মছব্বির এবং মাতার নাম খুর্শেদা বেগম।
তিনি একজন প্রতিশ্রুতিশীল তরুণ। সহজাত প্রবৃত্তি আর নিজের আনন্দেই লেখালেখি করেন। তার লেখনিতে প্রষ্ফুটিত হয় বিশ্বাসের কথা, ভালোবাসার কথা। হৃদকাব্য নামে কবির একটি একক কাব্যগ্রন্থ সহ অনেকগুলো যৌথ কাব্যগ্রহ্থ প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি নিয়মিত বিভিন্ন অনলাইন সাহিত্য পত্রিকায় লেখালেখি চর্চা করে আসছেন। কবির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।