পথ চলাতেই আনন্দ

-পিন্টু বেতাল

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

তবুও হাঁটছি –

হেঁটে চলেছি নিরন্তর ,

অথচ যেটা প্রয়োজন সময়ের আলগোছে

সেটার জন্য হাঁটা হয়নি বহুকাল ,

তবুও ভাবছি –

ভেবেই যাচ্ছি

ভেবে ভেবে সারা গলিপথ ,

অথচ যেক’টা মোড়েমোড়ে গৃহিত বড় রাস্তার ভ্রুকুটিভঙ্গ

সবটা প্রগতি , ইহকাল…

তবুও দেখছি ,

তবুও ডাকছি ,

তবুও হাঁকছি , কাছ থেকে নদী – খেলাঘর –

যে পথে ভাঙনে নীরবতা দামী

সে পথে সখাত বালুচর ;

থামলে অশনি

সামলে আগামী

অনাহূত ধারা অনন্ত –

হাঁটার জন্য হেঁটে চলি তবু ,

“…..পথ চলাতেই আনন্দ”।।

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

কবি পরিচিতি:-

জন্মসূত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও কর্মসূত্রে মুম্বাই নিবাসী অতিসাধারণ এক বেসরকারি চাকুরে, অবসর যাপনে যৎসামান্য লেখার প্রচেষ্টা সহ শিল্পকলায় আগ্রহী এক অনুরাগী।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*