মরশুম

-চিন্ময় বিশ্বাস

‌⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

তালা ভাঙা থেকে দেয়াল ভাঙা বুঝি খুব সহজ ;

সব দেয়াল তো আর কংক্রিটের হয় না!

হলেই বা, তাকেও গুঁড়িয়ে দেওয়া যায় এক লহমায়,

এমতেই ক্রমশ ধ্বংস হয়েছে ইহজীবন!

যত্সামান্য সম্বলে- পচন ধরা কিছু আধখাওয়া সময়,

কিছু লেগে আছে ঠোঁটের কোণায়, বোধ হয়-

আর এক কামড়েই পৃথিবীর যাবতীয় সমৃদ্ধি !

যা রইল অক্ষত, সূত্রহীনতায় সবই অনতিক্রম্য,

বরাদ্দের অজ্ঞাত অনুপাত আর মানসিক দুঃসাহসের

সর্পিল অণ্বেষনে প্রাপ্ত বিহ্বলতায় অসম্ভব অভ্যুদয় !

খাঁচাবন্দি চালচলনে তখন পাঁজরে ধরেছে সংকোচন,

স্বপ্নের আয়তন- তা তো মাটি নির্ভর, আশা উর্দ্ধমুখী,

কিছু অনুরূপ, কিছু অতীত, তার দিনান্তের পরিনতি,

জীবন এভাবেই মাছের সংসার হয়ে আসে ক্রমশ,

সে সংসারে জাল ফেলে লাভ ক্ষতির অঙ্ক কষি,

কি এলো আর কতটা গেলো ! শুধুই মন কষাকষি ।

একসময় নিশ্চেতনায় থেমে যায় বিস্তারের সকল ধারা,

আগাম মরশুম তুলে নেয় জড়ত্ব নিরাময়ের ভার,

তবু কোথাও জীবত্বের প্রত্যাবর্তন হয় না,

মিথ্যে অহংকারের চিরায়ত আবহবিকার তার অভ্রান্ত প্রমান ।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

পরিচিতি :

নাম: চিন্ময় বিশ্বাস, জন্ম: 14:11:1989 ,আলিপুরদুয়ার, গ্রাম: বীরপাড়া, আলিপুরদুয়ার, পো,অ: আলিপুরদুয়ার, জেলা: আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ, ভারত

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*