নূতন ভোরের আলোয়
-বিজয়া মিশ্র
♥♥♥♥♥♥♥♥♥♥♥
দেখ হাসে ওই নির্মল শব্দেরা
সব উচাটন পেরিয়ে শুনি সে স্বর
কাব্যেরা সারিবদ্ধ নানান ছন্দে
নানা ওঠাপড়া পেরিয়ে ছয়টি বছর।
প্রতিটি কবিতা সম্ভাবনাময়
প্রতিটি কবিতা প্রত্যাশা জাগানো
প্রতিদিন ওরা এগিয়েছে এক এক পা
প্রতি ছন্দই নতুন কুঁড়ি যেন।
ঋদ্ধ করেছে বৈচিত্র্যের পসরায়
বলে কতকিছু ইঙ্গিতে বা আবহে
উজ্জীবিত করে রোজ প্রাণ প্রাচুর্য্যে
শব্দমেলায় দখিনা বাতাস বহে।
সেই কাকভোরে পথচলা যবে শুরু
কবির ছন্দে সেজেছে অঙ্গাভরণে
হাঁটি হাঁটি পায়ে এগিয়েছে প্রতিদিন
পল্লবিত হয়েছে সে ক্ষণে ক্ষণে।
কত মুগ্ধতা নানান সম্মাননায়
ঝলমলে খুশি যেন নব কিশলয়
সৃষ্টিতে কত নতুনের আগমনে
‘কবিতার পাতা’এগোচ্ছে নির্ভয়।
আবার নতুন একটি জন্মলগ্নে
ছোট চারাগাছ এখন তো মহীরূহ
চেনা অচেনার মিলনমেলায় থাকুক
চির সুন্দর প্রাণের বার্তাবহ।
♥♥♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
আমি বিজয়া মিশ্র। পূর্ব মেদিনীপুর জেলার গ্ৰাম্য আবহে জন্ম,পরিবেশের মুক্ত হাওয়ায় লালিত।বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা শাস্ত্রে স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছ।প্রাত্যহিক জীবনযাত্রাই আমার কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।