দিলে হায় ব্যথা

-ইন্দিরা দত্ত

∞∞∞∞∞∞∞∞∞

ভালোবাসি বলে বুঝি পেলাম যাতনা!

কেবল তোমারে প্রিয় করেছি কামনা।

ধিকিধিকি হৃদে জ্বলে রাবনের চিতা,

ভুলে তুমি গেলে কেন ওগো মোর মিতা।

তোমার বিরহে আমি কাঁদি দিবারাতি,

খেলেছো প্রেমের খেলা মোর সাথে মাতি।

কৌশলে ছলনা করে গেলে মোরে ফেলে,

প্রেমানলে জ্বলে মরি তুমি চলে গেলে।

স্বপনে ভেবেছি হবে স্বর্গসম বাসা!

দোহে মিলে র’ব সেথা আর ভালোবাসা।

কভু তো ভাবিনি আমি দেবে তুমি ধোঁকা,

ব্যথা দিলে মোর হৃদে হায় আমি বোকা।

তব স্মৃতি সর্বক্ষণ হৃদে মোর জাগে,

মননে সদাই থাকো রাগে অনুরাগে।

মরীচিকা সম লাগে তব প্রেম যথা,

ঠকিয়ে আমারে তুমি দিলে হায় ব্যথা।

ওগো প্রিয় তুমি ছিলে নয়নের মণি,

ওই বুঝি শোনা যায় চরণের ধ্বনি।

কত আশা ভালোবাসা মন মাঝে আসে,

সোহাগের স্মৃতিগুলো নয়নেতে ভাসে।

∞∞∞∞∞∞∞∞∞

লেখক পরিচিতি-

আমি ইন্দিরা দত্ত, লেখালেখি বিশেষ পছন্দ করি লেখার সাথে সাথে গল্প কবিতা পড়তে আমার ভীষণ ভালো লাগে।। এছাড়া নাচ গান আবৃত্তি ও বাগান করতে খুব ভালো লাগে। আমি একজন গৃহ শিক্ষিকা। পিতার নাম- ঈশ্বর শ্যাম সুন্দর বিশ্বাস, মায়ের নাম – বীণাপানি বিশ্বাস, স্বামীর নাম – উৎপল দত্ত

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*