আগুন জ্বলা শহর থেকে বলছি
-অভিজিৎ হালদার
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
আগুন জ্বলা শহর থেকে বলছি
ধূসর পৃথিবী আমৃত্যু অপরাধ
মৃতদেহ বসতভূমি পরিত্যাগ করে এসেছি
বিনিদ্র রজনী পার করে।
বৃথা শব্দের আগুন যুদ্ধ
টিউনেশিয়া লাঞ্ছিত পদত্যাগ
সময় এসে কেড়ে নিয়ে যায় আবিষ্কার
ধ্বংসের স্তূপের ভিতর থেকে বলছি হৃদয়ের কথা
অজানা শহরের মানচিত্র পেতে
নিজের শহরকে ছাড়িয়ে এসেছি পরিণত হৃদপিন্ডে।
আগুন জ্বলা শহর থেকে বলছি : এই সব
কয়েকটি অপরাজিতা ফুলের পাপড়ি ঝরা প্রহরে
মানুষের বিরুদ্ধে ঢের অভিযোগ অপুষ্ট
প্রাপ্তি – অপ্রাপ্তির হিসেবে।
আমাদের বিরুদ্ধে অভিযোগ
আগুন জ্বলা শহর থেকে বলছি
কয়েকটি নাবালক শিশুর মুখের কথা কেড়ে
‘শূন্য’ সভ্যতা অপূর্ণের ইতিহাস চরিত্র বদলায়
অধিকার নেই নৈসর্গিক আত্মত্যাগ।
মানুষের জন্ম থেকে উবে যায় প্রার্থনা
শহরের বুকে আগুন জ্বলে অবিরত
আমি এক দাসত্বের মৃত নাগরিক বলছি।।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
লেখক পরিচিতি:-
জন্ম:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত হাঁসখালি ব্লকের মোবারকপুর গ্রামে ১লা সেপ্টেম্বর ২০০১ সালে। পিতা:- কার্ত্তিক হালদার, মাতা:- আরতি হালদার শিক্ষা:- মোবারকপুর প্রাথমিক বিদ্যালয় , ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বর্তমানে সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ভূগোল বিভাগের অনার্সের ছাত্র। লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে। লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে। বই:- “প্রথম আলো”(২০২১)