অবকাশ

-লক্ষ্মী রানী বর্মন

≅≅≅≅≅≅≅≅≅≅≅

আসো অবসর –এসে

ধরা দাও

কাছে।

সকালের

নরম রোদ, উদাস দুপুর

পার হয়ে গেছে

সোনালী বিকেল

যখন গড়িয়ে পড়ে

আবছায়া সাঁঝে।

একটি দুটি তারা

সন্ধ্যা র আকাশে উঠে,

পূবালী বাতাস বয়

শরতের

বৃষ্টি হীন মেঘ ভাসে

হালকা আয়েশে।

ঝিরিঝিরি বাতাসে দোলা লাগে দেবদারু বনে,

সারি সারি ওরা দাড়িয়ে

থাকে অপরূপ নিরবতা নিয়ে। তখন পাখিদের

কলরব থেমে যায়,

সন্ধ্যা আরও শান্তি ময়

মনে হয়।

ক্লান্তি ভেসে যাবে —

নিঃশব্দে কখন! শুধু

মুখোমুখি বসে দিনান্তের হিসাব

নিকেশ ভুলে রব

আমরা দুজন।

আমার সকল ক্লান্তি

সন্ধ্যার শান্তিতে

আহূতি দেব

প্রার্থনায় নত হবো

রাত্রি নিশীথ হবে

অপার রহস্য তাঁর

আধার ভেদ করে

ভোরের স্বচ্ছতা

এনে দেবে। 

≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি- 

লক্ষ্মী রানী বর্মন, সাকোয়া, বোদা উপজেলা পঞ্চগড়। রংপুর। বাংলাদেশ

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*