কবিরা বাঁচুক

-জয়সেন চাকমা

∼∼∼∼∼∼∼∼∼∼∼

পৃথিবীর সকল কবিরা বেঁচে থাকুক কবিতায়

হাজারো পাঠকের হৃদয়ের প্রসংশায়

কাব্যতরীর সাহিত্য কথায়।

যুগে যুগে আলো জ্বলুক তাদের বাণী

বেঁচে থাকুক পৃথিবীর কবিরা

আর তাদের কবিতাখানি।

কবিরা বাঁচুক প্রেমময় ভুবনে

সুন্দর চোখের অধিকারী হয়ে

সকল মানুষের মনে।

কবিরা বাঁচুক কারণ তারা ফুল হয়েছে ফুটেছে

আলো জ্বেলেছে সাহিত্যের কাননে

বাঁচুক প্রিয় মানুষ হয়ে।

কবিরা বাঁচুক কবিতার হাসিতে

সকল জনের ভালোবাসায়

প্রতিটা লেখায় ডায়েরি পাতায়।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি :

আমার নাম জয়সেন চাকমা। আমি ২০০৬ সালের ৪ মে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় অন্তর্ভুক্ত মাটিরাঙ্গা উপজেলায় ব্যাঙমারা (কিরণ কার্বারি পাড়া ) গ্রামে জন্ম হোই । নিজ গ্রামের ঝর্ণা-ঝিরি, খাল-বিল, মাঠে ঘাটে, পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়িয়ে খেলা করে বেড়ে উঠা। ছোটবেলা থেকেই লেখালেখি প্রতি আলাদা একটা ভালোবাসার কাজ করত। তাই তো ফুল, পাখি, আকাশ, বাতাস, জুম পাহাড়, জুমের ধান এসব নিয়ে ভেবে দুই চার লাইনের কবিতা লিখতাম। ২০১৫ সাথে তৃতীয় শ্রেণিতে পড়ার কালে কয়েকটি শব্দ মিলিয়ে বাক্য গঠন করে প্রথম কবিতা লিখেছিলাম। তবে প্রথম যেই কবিতাটি লিখেছি সেটি এখন নিখোঁজ। সে সময় থেকেই সবসময় অনুভূতির কল্পনা গুলো প্রকাশ করি ডায়েরির পাতায়। সাহিত্য নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন। সেই বাল্যকাল থেকেই আমার নিজের নামে একটি বই প্রকাশের ইচ্ছে। তবে ২০২২ সালে “রান্যফুল” তিনসুধো কবিতা গ্রন্থটি প্রকাশ করে সেই স্বপ্ন পূরণ করে দেয় শ্রদ্ধেয় স্যার কবি অরুণ চাকমা। আমি তার প্রতি অনেক অনেক অনেক কৃতজ্ঞ। আমি বর্তমানে অধ্যয়নরত অবস্থায় আছি।

কবির প্রকাশিত কাব্যগ্রন্থ:

একক গ্রন্থ ১) রান্যেফুল’। (২০২২) চাকমা ভাষায় রচিত তিনসুধো (ত্রিবেণী) কাব্য গ্রন্থ, গ্রন্থ: যৌথকাব্যগ্রন্থ ১)’স্বপ্নময় ডায়েরী’ (২০২২) ২) ত্রিবেণী বর্তিকা (২০২২) ৩) ‘স্মৃতিকাব্য’ (২০২৩)

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*