সম্প্রীতির বন্ধন
-শ্রী স্বপন কুমার দাস
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
হায়’রে মানুষ….!!
ফিরাবি কবে আর হুঁশ
কতকাল থাকবি বিভেদ নিয়ে?
বিংশ শতাব্দীর,রজত জয়ন্তী প্রাক কালে।
সম্প্রীতির বন্ধন আনন্দ উৎসব পালনে….,
ছিঁড়ে ফেলি আয় বিভেদ বেড়াজালে।
হিন্দু-মুসলিম- জৈন- খ্রীষ্টান
রক্তের রঙে আছে কি ফারাক…?
চোখ মুখ নাক কান হাত পা,
মানব শরীরে সব’ই তো সমান।
হিংসা মারামারি বোমা গুলি বর্ষণে…,
তবে কেন ভাই বিভেদ অভিযান..??
জাতের নামে বজ্জাতি ভাই
বৃথা শুধু করি ভাই ভাই ঠাঁই ঠাঁই,
থাকি না সকলে মিলে, বিভেদ বিদ্বেষ ভুলে।
বিশ্বব্যাপী মানব কল্যাণে, মানবতার খ্যাতি অর্জনে,
বিবেক মানবিকতা জাগ্রত হোক সকল মানুষের…,
সম্প্রীতির বন্ধনে এক ছাতার তলে।
হিন্দুদের দূর্গোৎসব মুসলিম দের ঈদ
জৈনদের মহাবীর জয়ন্তী খ্রীষ্টান দের বড়দিন,
যেই হাতেতে দেবীর প্রসাদ
সেই হাতেই ঈদের হালিম।
কেক পাউরুটি আইসক্রিম সাথে খাবো…,
মিষ্টি বাতাসা কলা নারিকেল বেদানা ডালিম।।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি=
ফেসবুক দুনিয়ার স্বনামধন্য কবি কবিরত্ন ও সাহিত্য গৌরব সম্মাননা প্রাপ্ত কবি- শ্রী স্বপন কুমার দাস। পিতা- সন্তোষ কুমার দাস ও মাতা-কল্যাণী দেবীর দ্বিতীয় পুত্র ১৯৬৩ সালের ১৬ এপ্রিল জন্ম গ্রহণ করেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের অবিভক্ত মেদিনীপুর জেলার (বর্তমান-ঝাড়গ্রাম জেলা) গোপীবল্লভপুর গ্রামে।