থামেনি মুজিব কন্ঠ

-শান্তি পদ মাহান্তী

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

আগস্ট এলে বুকের তলে

বাজে ব‍্যাথার বিণ,

মনের পটে ভেসে ওঠে

সেই কলঙ্কের দিন।

থেমেছে স্বর শেখ মুজিবর

আর দেবেনা ডাক,

আজ ইতিহাস ছাড়ে নিশ্বাস

বিশ্বাস পুড়ে খাক।

মুজিব মেরে ঘাতক ওরে

লাভ কি পেলি বল?

মুজিব নামে বাংলা থামে

ঝরে চোখের জল।

গুলি করে মারলে পরে

তার কি মরণ হয়!

মনের ঘরে বসত করে

বুকের খাঁজে রয়।

অধম তোরা বিষের ফোঁড়া

ঘৃণিত সব নাম,

কাড়লি আশা দেশের ভাষা

দেশ দিতেছে দাম।

পাবিনা পার রে রাজাকার

যতই করিস ছল,

ফেলবে ছুঁড়ে আস্তাকুঁড়ে

বাংলা দামাল দল।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ‍্যের এক মধ‍্যবিত্ত পরিবারে জন্ম।অল্প বয়সে পিতৃহারা হওয়ায় বড়ো কষ্টে পড়াশোনা।পেশায় একজন শিক্ষক।ছোটো বেলা থেকেই কবিতার প্রতি টান অনুভব করতাম।স্বরচিত কবিতার সংখ্যা প্রায় পাঁচ শত।ইতিমধ্যে দুটি যৌথ কাব‍্যগ্ৰন্থ প্রকাশিত হয়েছে।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*