নিশি রাতে

-কাজী সেলিনা মমতাজ শেলী

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

নিশি রাতে, মৃদু বাতাসে ঢেউ খেলেনি দীঘির ওই জল,

চাঁদের সাথে হাসে এ নীরব বাতাসে এক রাশ শতদল।

ভালো লাগা পঙক্তি মালা, তুমি কেন উদাস হলে?

শূন্য তরি ভিড়লো না আর, নিশি কালো এ জলে।

হঠাৎ চমকে ওঠে বাতাস, স্বপ্ন ভাঙার শব্দে নিশিথে,

নিদ্রাহীন তমিস্র তবু কোন সুর ভেসে আসে বাঁশিতে।

ঘুম ভাঙলো পৃথিবীর, তুমি চলো সত্যের পথটি ধরি,

শ্রাবণের আকাশে যদি চাঁদ ওঠে নতুন লাগবে শর্বরী।

সংগ্রামী মানব মন, তার সত্যের পথ চলা দুরন্ত দুর্বার,

জীবন মঞ্জিলে সততা প্রয়োজন এসো সত্য বার বার।

স্বর্ণ প্রভাত দীপ্ত মহিমায় সবুজ বনে একা প্রজাপতি,

জীবন দুর্গমের যাত্রী, যেন সবুজ ভালোবাসে অতি।

সুন্দর্যের সম্ভার এই পৃথিবী আলোর পথে চলুক,

হাজার শতাব্দীর পথে পথে সত্যের কথা বলুক।

রূপ কথার গল্প দিয়ে জগৎ চলে না বাস্তব অতি কঠিন,

সমস্যা পাড়ি দিতে হয়, তব আসতে পারে রঙিন দিন।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

পাইকগাছা খুলনা বাংলাদেশ

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*