মরণে সংশয়
-পুষ্পিকা সমাদ্দার
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
মনে সংশয় এই জেনে
মৃত্যু আসবেই এইদিন,
যেতে হবে এই পৃথিবী ছেড়ে
জীবন নয় সীমাহীন।
ওপারের ডাক এলে
চলে যেতেই হয়,
মৃত্যু আমাদের নিকট
সত্যিই যে ভয়।
মরণের ডঙ্কা বাজে
মূমূর্ষ প্রাণীর নিকট,
সে যে খুবই ভয়ানক
তা অনুধাবন ও বিকট!
আশঙ্কা কেবল বাড়ে
হরিধ্বনি শুনে,
মরণ রয়েছে অদূরে
দিন যায় গুনে গুনে।
দিবস যায় সন্তপর্ণে মনে
অকুতোভয়, মরণের
ডঙ্কা বাজলে ভয় কে
করতে পারব কী জয়?
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি —
আমি পূষ্পিকা সমাদ্দার সামান্য গৃহবধূ কলকাতার নাকতলা নিবাসী,সাহিত্য পছন্দ করি তাই কাজের ফাঁকে কলম হাতে মনের অব্যক্ত কথা লেখনী মাধ্যমে প্রকাশ করি, শৈশব কেটেছে ডুয়ার্সের মালবাজার অঞ্চলে, ওখানে স্কুল,কলেজ তারপর দীর্ঘ ১৫ বছর বিবাহ সূত্রে কলকাতায় বাস। বর্তমানে ছোট্ট একটা প্রতিষ্ঠানের সাথে নিযুক্ত হয়ে সমাজ সেবামূলক কাজ কর্ম করে চলছি।