ও আমার দেশ
-অনিল কুমার পাল
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
ও আমার দেশ পাক পাখালি ছায়াঘেরা সবুজ বাংলাদেশ,
ও আমার দেশ ভাটিয়ালি গানের কাটে না রেশ।
ও আমার দেশ কৃষক ফসল ফলায় বারো মাস থাকে আশা,
ও আমার দেশ স্বপ্নে আঁকা শত আশা মায়ের ভাষা।
ও আমার দেশ ষড়ঋতু ঘুরে বৈচিত্রতা নিয়ে ফেরে,
ও আমার দেশ বসন্তে রাঙিয়ে ফুলে ফুলে মন নেয় কেড়ে।
ও আমার দেশ মুক্ত মনে অতিথি পাখি শীতকালে আসে,
ও আমার দেশ পরিয়ারি পাখি কলতানে মুখরিত বিলে ভাসে।
ও আমার দেশ লাল রঙের শাপলা ফুলে নয়ন জুড়ায় বেশ,
ও আমার দেশ রূপের বাংলা সোনার মাটি বলে হয় না শেষ।
ও আমার দেশ দোয়েল, কোয়েল পাখিরা ভোরের গান গায়,
ও আমার দেশ কবিগুরু, নজরুল, জীবনানন্দের সাহিত্যে আঁকা পায়।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিত-
অনিল কুমার পাল, পিতা মৃত দ্বিজপদ পাল, মাতা মৃত রেনু বালা পাল, তিনি মাগুরা জেলার অন্তর্গত পুটিয়া (বাংলাদেশ) গ্রামে ১০ জানুয়ারি ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি একটি বিশেষায়িত ব্যাংকে অডিটর হিসাবে কর্মরত আছেন। তাঁর বেশ কয়েকটি যৌথ কাব্য গ্রন্থে লেখা প্রকাশিত হয়েছে। তিনি অবসর সময়ে লেখা লেখি করে থাকেন।