শকুন

-স্বপন গায়েন

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

উড়ছে আকাশে শকুন –

ভাগাড়ে নজর, তবুও শূণ্য ভাগাড় ছাড়তে পারে না

মাটিতেও অসংখ্য শকুন ঘুরে বেড়ায়

কেউ বুঝতে পারে, কেউ পারে না।

খিদের অভাবে শকুন কাঁদে

মাটির শকুনের খাবারের অভাব নেই

কাঁচা মাংসের বড় লোভ …

নারীকে পণ্য হতে হয় সারা জীবন।

নারীর আঁচল ছায়ায় বেঁচে থাকে পুরুষ

তবুও শকুন বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সব্বার সামনে

তাদের কেউ ছুঁতেই পারে না –

আঁধারের পথ চেয়ে বসে থাকে শকুনের দল।

সভ্য মানুষ আর কতকাল অ-সভ্য থাকবে

আকাশের শকুনের হয়তো মায়া মমতা আছে

কিন্তু মাটির শকুন হিংস্র, ছিঁড়ে ছিঁড়ে খায় শরীর

সভ্য সমাজের মানুষ আর কতকাল নিজেদের নগ্নতা নিয়ে গর্ব করবে!!

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি-

কবি – স্বপন গায়েন ঠিকানা –গ্রাম – রঘুনাথপুর, পোষ্ট – বীরেশ্বরপুর, থানা – মন্দিরবাজার, জেলা – দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হিসাবসাস্ত্রে অনার্স নিয়ে বাণিজ্যে স্নাতক। বাবা ছিলেন পোষ্ট মাস্টার। মা গৃহবধূ।

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*