পথ হারিয়ে ব্যস্ত সমাজ উঠে আসে
-অভিজিৎ হালদার
∞∞∞∞∞∞∞∞∞∞
পথ হারিয়ে ব্যস্ত সমাজ উঠে আসে
মানুষের মূষিক দৌড়ে
গোটা কয় আগুনের গোলা বেড়ে ওঠে
চূর্ণ বিচূর্ণ হৃদয়ের টুকরো হালকা রঙে মেঘলা আনে
যারা মারা গিয়েছে বিপ্লবীর পোশাক গায়ে জড়িয়ে
তাঁদেরকে ধুয়ে দিতে বৃষ্টি আসে।
পথ হারিয়ে ব্যস্ত সমাজ উঠে আসে
গাছেদের শিকড়ের চন্দ্রগ্রহণ মাটির রোগ
স্থায়ী সংঘর্ষের মানচিত্র এঁকে ফিরে যায় মানুষের ধীশক্তি কাপুরুষের মেঘগর্জন
বাষ্প হয়ে উড়ে যায় বৃথা প্রয়াসে।
জীর্ণ সভ্যতা পাখির পালকের ইতিহাস
কঙ্কালের বসতভূমি ভূতেদের বাড়িঘর
ক্রমাগত বেড়ে ওঠে এই সমাজে
পথ হারিয়ে ব্যস্ত সমাজ উঠে আসে
শিরদাঁড়াহীন মানুষ আর বেনামী পত্র
বহুজন্ম পর তাঁদের আজ জন্ম হয়েছে।
জীবন থেকে উবে যায় কথা রাখা
কেউ কথা রাখতে পারে না ! জলের ঢেউ যেমন পরিবর্তনশীল ঠিক তেমন মানুষের মন।
শহরের পথে পথে সারি সারি মৃতদেহ
যাদের পরিচয় ছন্নছাড়া
তাঁদের কেউ খোঁজ রাখে না , খোঁজ পাওয়া যায় না।
মৃত্যুমিছিলে হেঁটে যায় আমাদের মতো সাধারণ মানুষ
কোনো অধিকার ছাড়াই….. তারপর
পথ হারিয়ে ব্যস্ত সমাজ উঠে আসে
জড়বুদ্ধি হাহুতাশের পতাকা উড়িয়ে।।
∞∞∞∞∞∞∞∞∞∞
লেখক পরিচিতি:-
জন্ম:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত হাঁসখালি ব্লকের মোবারকপুর গ্রামে ১লা সেপ্টেম্বর ২০০১ সালে। পিতা:- কার্ত্তিক হালদার, মাতা:- আরতি হালদার, শিক্ষা:- মোবারকপুর প্রাথমিক বিদ্যালয় , ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বর্তমানে সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ভূগোল বিভাগের অনার্সের ছাত্র। লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে। লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে। বই:- “প্রথম আলো”(২০২১)