লহ প্রণাম
-শিবানী সাহা
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
বাইশে শ্রাবণ প্রয়াণ দিবসে
সবাই তোমাকে স্মরণ করি,
ফুল, চন্দন, সুসজ্জিত মালায়
তোমার গানে তোমায় বরণ করি।
জন্মিলে মরিতে হয় একদিন
জানি সবাই সে কথা,
সাহিত্যের দরবারে উজ্জ্বল তোমার সৃষ্টি
হৃদয়ে তোমাকে হারানোর ব্যথা।
সৃষ্টির অমূল্য সম্ভার সযত্নে রক্ষিত আছে
দেশ-বিদেশের সংগ্রহশালায়,
জন্মদিন কিম্বা মৃত্যুদিন সব সময়
তোমাকে পূজা করি ফুল মালায়।
গান, কবিতা, নাটক, উপন্যাস, গল্প, প্রবন্ধ
কত শত লিখে গেছো হৃদয় দিয়ে,
বাঙালি হিসাবে আমরা গর্ববোধ করি
সকল সাহিত্য চর্চায় তোমাকে নিয়ে।
জনমে – মরনে শয়নে – স্বপনে, সুখে-দুখে
সর্বক্ষেত্রেই তুমি সমান বিরাজমান,
বাতাসের বুকে মধুর স্বরে বেজে ওঠে
প্রতিনিয়ত তোমার হৃদয় ভরানো গান।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:-
আমি শিবানী সাহা। উত্তর ২৪ পরগনার নৈহাটিতে আমার জন্ম। ছোট থেকে বড় হওয়া সেখানেই। স্থানীয় বিদ্যালয় ও ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে পড়াশোনা।
বর্তমানে আমি কোন্নগরে বাস করি। ছোটবেলা থেকে সাহিত্যের প্রতি আমার অনুরাগ। কবিতা লিখতেও পড়তে ভালোবাসি।আমি একজন সামান্য গৃহবধ। সংসারের কাজের মাঝে মাঝে কবিতা চর্চা করি। শুভানুধ্যায়ীদের প্রেরণায় আমার লেখা এগিয়ে চলেছে। আমার কবিতা পড়ে কারো ভালো লাগলে তবেই আমার লেখার সার্থকতা।