উপহার

-হুমায়ূন কবির কল্লোল

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

দিন-রাত বিভিন্ন কাজে,

ব্যস্ত সময় করি পার।

নেট ফেসবুকে ঢুকে পড়ি,

একটু পেলেই অবসর।

আমি যে মানুষ ভাই,

আমারও তো আছে সংসার।

জানি পাঠক আছে প্রতীক্ষায়,

নতুন সৃষ্টি দেখার।

শত ব্যস্ততার মাঝেও,

মন~ উঁকি দেয় বারবার।

পাঠক কে দিতে হবে,

আমার প্রতিভা উপহার।

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

 কবি পরিচিতি-

আমি মোঃ হুমায়ুন কবির কল্লোল, সাতক্ষীরা জেলার, তালা থানার, ১০ নম্বর খেশরা ইউনিয়নের, মুড়াগাছা গ্রামের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমার দাদা মহরুম হাজী হোসেন আলী সরদার, মক্কায় হজ করতে গিয়ে ইন্তেকাল করেন, বাবা- মৃত আব্দুল কাদের সরদার, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, মা-হাসনাহেনা বেগম একজন গৃহিণী । উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর, চাকরির উদ্দেশ্যে মালেশিয়া পাড়ি দেই।সেখানে ৩ বছর (জোসকো) সুপার মর্কেটের ছেল্সম্যনের চাকুরি করি।সেখানে বিভিন্ন দেশের নাগোরিকের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করি। এবং তাদের কাছ থেকে তাদের দেশের ভাষাটা শেখার চেষ্টা করি।আমি গ্রামের ছেলে তাই কৃষি আমাদের আয়ের প্রধান একটি অংশ। সে সঙ্গে মৎস্য চাষ করি, এছাড়াও ব্যবসার সঙ্গে সংযুক্ত আছি। বাস্তবতা ও প্রকৃতি,পরিবেশ মনে দোলা দিলেই লিখোনির মাঝে প্রকাশ করি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*