লিখেছেন : পূর্ণ দে

কাল রাতে হাওয়ায় উড়েছিল আমার মশারি
ভীষণ ছটফট করছিলাম মশার তীব্র যন্ত্রণায়,
মরণের স্বাদ পেতে চেয়েছিল রক্ত মাংসের শরীর।
কাল রাতে লক্ষ লক্ষ তারা
ঝাঁপিয়ে পড়েছিল পৃথিবীর দিকে,
তারার আলোয় হাবুডুবু খাচ্ছিলাম অদ্ভুত ভাবে।
ভুলে গিয়েছিলাম নিতে সাতটা ফুল ও ফলের নাম।
কাল রাতে বৃষ্টি নেমেছিল গাছে গাছে…..
ভেঙে গিয়েছিল পাখিদের বাসা,
সদ্য জেগে ওঠা পাখির শরীর
আছড়ে পড়েছিল মাটিতে।
তাদের মায়েদের করুণ চিৎকার
কানে বেজেছিল অনেক রাত।
কাল রাতে আমার বিছানা ঘিরে
প্রেতাত্মাদের উত্তোলিত হাত….
যারা রাস্তায় রক্ত ঢেলেছিল স্বপ্ন শোষিত পাঁজরে,
তাদের আরো কিছু অঘোষিত প্রতিবাদ
জেগে ছিল সারারাত।
কাল রাতে হাওয়ায় উড়েছিল…..
তোমার সেই হলুদ রঙের ওড়না,
খুব-খুব মনে পড়েছিল তোমাকে-তোমার মতো করে,
শীত কেঁপেছিল-কাঁটা দিয়ে উঠেছিল সারা শরীর।
(স্বত্ব সংরক্ষিত)

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*