শ্রাবণ রাতে
-পলাশ বরণ দাশ
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
বৃষ্টি মুখর শ্রাবণ রাতে
উপচে পড়ে হৃদয়
পরাণ দিয়ে বেসেছি ভালো
হয়নি আজো সদয়।
দুরন্ত বাতাসে বিরহ মন
আকাশ পানে ছুটে
পাইনি আজো পরশ তার
বিরহ ব্যথা ফুটে।
বৃষ্টি ভেজা গভীর রাতে
তাকে মনে পড়ে
মনটা আজি আনচান করে
বিরহ চঞ্চল ঝড়ে।
মনের ব্যথা রইলো মনে
বুঝলো নাতো কেউ
হৃদয় থেকে উপচে পড়ে
বিরহ ব্যথার ঢেউ।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
কবি – পলাশ বরণ দাশ,মহাজন বাড়ি, দক্ষিণ জলদী, বাঁশখালী, চট্টগ্রাম, বাংলাদেশ। কবি নিয়মিত কবিতার পাতায় লিখছেন। নবীন ও প্রবীণ লেখদের অংশগ্রহণ করার জন্য আন্তরিকতার সাথে আহবান জানান।