অজানা পথ

-অভিজিৎ হালদার

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কালের গহ্বরে তলিয়ে যায় প্রিয় ক্ষণ

পথ হারিয়ে যায় চোখ থেকে।

সিনেমা ঘর অবহেলায় পড়ে থাকে ব্যস্ত পথের মোড়ে

ঘড়িতে সময় বদলে যায় মানুষের নিয়মে…

নেই কিছু হারাবার। হারাবার সময় নেই জীবনে

অন্ধের ঘরে ভিক্ষা করে রুটি যোগায় পেটের দায়ে।

নিয়মেরও অনিয়ম থাকে বলে সমাজ রঙ বদলায়

মানুষ রঙ বদলায় জীবনও রঙ বদলায় জীবনের নিয়মে।

সরল পথে শূন্য হৃদয়ে ভূমিকম্পের জোয়ার আসে

পথকে রুখে দিতে…

অজানা পথ নেই কোনো ভয়

চেনা পথে শত্রু থাকে বলে অজানা পথ ভালো লাগে

চোখের অবিরাম বেদনার ঝরনা নিয়ে বয়ে চলে হৃদপিণ্ড

দাসত্বের শৃঙ্খলে বিপ্লাবীরা বিদ্রোহ করে

তারা বলে ওঠে – “বিদ্রোহ আজ বিদ্রোহ কাল”

কেউ রাখেনি তাদের খোঁজ ! হাত পাতলে বিষণ্নতা ভরা

আমাদের বিরুদ্ধে ঢের অভিযোগ

পায়ের নিচ থেকে মাথার উপর পর্যন্ত।

এক সমুদ্র জন্ম পরে দুরন্ত গতির রুদ্ধশ্বাসে হলুদ চিঠির খামের অক্ষরে লেখা থাকে

বিশ্বযুদ্ধ যে বিশুদ্ধ পার করে এসেছি অনেক আগে

সেই বিশ্বযুদ্ধ দেখা দেয় আবারও

বলে ওঠে মানুষ- বিদ্রোহ আজ যুদ্ধের আগুন চারিদিকে

ঠিক তারপর সমস্ত চেনা পথ অজানা পথের রূপ নিয়ে হারিয়ে যায় চোখের নিমেষে।।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

লেখক পরিচিতি:-

জন্ম:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত হাঁসখালি ব্লকের মোবারকপুর গ্রামে ১লা সেপ্টেম্বর ২০০১ সালে। পিতা:- কার্ত্তিক হালদার, মাতা:- আরতি হালদার, শিক্ষা:- মোবারকপুর প্রাথমিক বিদ্যালয় , ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বর্তমানে সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ভূগোল বিভাগের অনার্সের ছাত্র। লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে। লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে। বই:- “প্রথম আলো”(২০২১)

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*