এখানে শুধুই হাহাকার
-বিমান বিশ্বাস
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
দূষিত নিঃশ্বাসে হালকা বাতাস
দুর্গন্ধ ছড়ায় আনাচ কানাচ
অশ্রুর ঘামে রাতের আকাশ
মনে হয় যেনো অস্বচ্ছ কাচ।
দেবদারু বনে পেঁচার ডাকে
আবছা ভাসে চাঁদের শিঙ্গা
ভালোবাসা চেয়ে ভাঙার শব্দে
আঁধারের সাথে করে দাঙ্গা।
হার জিতের এই মায়ার মাঝে
প্রেম দিয়ে যায় সূর্য তারায়
দিন ফুরোলে গোধূলি সাজে
রাত বলে ভাই,কেউ কারো নয়।
নীরব সাগর গর্জে ওঠে
ঢেউ নিয়ে বেশ ব্যস্ত একা
রামধনু রঙ হালকা রোদে
খানিক হেসে দেয় সে ধোঁকা।
রাত দুপুরে চোখ চেয়ে রয়
একলা ঘরে দুয়ার আঁটা
পুব আকাশে আলোর সন্ধ্যায়
বেশ তো একা ভালো থাকা।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
পরিচিতি-
বিমান বিশ্বাস। কোলকাতায় বাস। পাঠকের ভালোবাসাই লিখতে ভাবায়।