বঙ্গ বাঙালির গর্ব
-শ্রী স্বপন কুমার দাস
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
বঙ্গ মাতার ধন্য সন্তান
গৌরব অহংকার,
বিশ্ব বন্দিত কবি মহান
কবিগুরু বাংলার।
পুব আকাশে প্রভাত রবি
সোনালি আলোক ছটা,
রামধনু রঙ প্রতিচ্ছবি
ভুবন ছড়ানো গোটা।
নোবেল জয়ী রবীন্দ্রনাথ
দেবী সারদার সুত,
পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ
দ্বারকানাথের পৌত্র।
জন্ম তাঁর বৈশাখ পঁচিশ
বাইশে শ্রাবণ মৃত্যু,
হাসি কান্না পঁচিশ বাইশ
বিশ্ব ভুবনে আমৃত্যু।
বাংলার বাঙালির দেহে
যতদিন রবে প্রাণ,
ততদিন স্মরণ আবহে
কবিগুরুর সম্মান।
ধন্য বাঙালি কবি হে তুমি
রবীন্দ্রনাথ ঠাকুর,
ধন্য তব স্পর্শে বঙ্গ ভূমি
বাজে গীতাঞ্জলি সুর।
হিন্দু-মুসলিম সম্প্রীতির
মানব বন্ধন পর্ব,
বিশ্ব বন্দিত রবি কবির
বঙ্গ বাঙালির গর্ব।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি=
ফেসবুক দুনিয়ার সেরার সেরা কবিরত্ন ও সাহিত্য গৌরব সম্মাননা প্রাপ্ত কবি- শ্রী স্বপন কুমার দাস,পিতা- শ্রী সন্তোষ কুমার দাস ও মাতা- কল্যাণী দেবী।জন্ম = ১৬/০৪/১৯৬৩ গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারত