মায়া
-মোঃ হাসানুজ্জামান
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
পরম যতনে রাখিবো তোমারে
বুকের পাঁজরে বাঁধি
ভালবাসার পরশে আদর সোহাগে
মালা রাখে যেমন গাঁথি।
হৃদয়ে হৃদয় বাঁধা পড়ে রবে
মুখোমুখি থাকিবো বসে
পাড়ার সবাই কানাকানি করিবে
আমাদের প্রেম দেখি।
হিংসায় জ্বলিয়া অনেকেই পুড়িবে
মনের অগ্নি তাপে
তবুও মোদের ভালোবাসা চলিবে
বিশ্বাস নিয়ে বুকে।
অমর হইতে আসিয়াছি ধরায়
স্রষ্টার সৃষ্টি হইয়া
ফিরিয়া যাইবো একদিন মোরা
রাখিয়া যাইবো মায়া।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
পরিচিতিঃ
নামঃ মোঃ হাসানুজ্জামান জন্মঃ ০১-০৩-১৯৮৪ইং, পেশাঃ প্রভাষক-ভূগোল ও পরিবেশ, গ্রামঃ রাধাকান্তপুর, পোস্টঃ বেরিলা বাড়ি, থানাঃ লালপুর, জেলাঃ নাটোর, বিভাগঃ রাজশাহী।