এ কেমন স্বাধীন দেশ কলমে

-মানস দেব

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

এ কেমন স্বাধীন দেশ !

যেখানে প্রতিবাদ করলে

পরোতে পরোতে মৃত্যুরা দেয় উঁকি !

এ কেমন স্বাধীন দেশ !

যেখানে বিরোধীরা প্রতিবাদ করলে

আইন করে বন্ধ করে দেওয়া হয় মুখ !

এ কেমন স্বাধীন দেশ !

যেখানে কোটি কোটি বেকারের চোখে জল

যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়েও মেলেনা কর্মস্থল !

এ কেমন স্বাধীন দেশ !

যেখানে পথ – প্রান্তরে, ফুটপাতের ধারে

শায়িত থাকে অনাথ শিশু !

এ কেমন স্বাধীন দেশ !

যেখানে নর-পিশাচদের রক্তমাংসের স্বাদের উল্লাসে

দিনে-রাতে নারীর দু’চোখে আতঙ্ক !

এ কেমন স্বাধীন দেশ !

যেখানে সত্য কথা বললে পরতে হয় রাজরোষে

তকমা দেওয়া হয় মাওবাদী বলে !

এ কেমন স্বাধীন দেশ !

যেখানে শাসকের ইচ্ছেতে বাড়ে দ্রব্যমূল্য

দারিদ্র্যের উনুন থাকে আগুন শূন্য !

এ কেমন স্বাধীন দেশ !

যেখানে জঠরের নিদারুণ জ্বালায়

শিশু দেয় বাড়িতে , দোকানে, কারখানায় ভীষণ শ্রম !

এ কেমন স্বাধীন দেশ !

যেখানে প্রাণ খুলে কথা বলতে পারেনা মানবজাতি

নিয়মের ভীষণ গেরোতে আটকে যায় জীবন বাতি !

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি –

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত খিদিরপুর গ্রামে জন্ম। বর্তমানে উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা বিভগের শিক্ষক । চাকরি সূত্রে রায়গঞ্জ নিবাসী । প্রথম কাব্য গ্রন্থ ” অনুভব “

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*