বঙ্গবন্ধুর বংশ

-মোঃ রজব আলী

≅≅≅≅≅≅≅≅≅≅≅

আগস্ট মাসে শোকে ভাসে

ঝরে নয়ন বারি,

দুঃখের পালা বাড়ে জ্বালা

বাংলার পুরুষ নারী।

বাঙালি লোক জাতীয় শোক

সবাই পালন করে,

বাংলার মিতা জাতির পিতা

শ্রদ্ধায় সবাই স্মরে।

বাংলার জন্য হয়ে হন্য

কারাবরণ করেন,

পাকির জেলে কঠিন সেলে

জীবন বাজি ধরেন।

কঠিন পণে মুক্তির রণে

রক্তে বাংলা ভাসে,

জীবন ক্ষয়ে বিনিময়ে

স্বাধীনতা আসে।

দেশের জালিম মোস্তাক ডালিম

ঘাতক সেনার অংশ,

আগস্ট মাসে রক্তে ভাসে

বঙ্গবন্ধুর বংশ।

≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতিঃ

মোঃ রজব আলী সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার টিলা গাঁও গ্রামে জন্ম গ্রহণ করেন। তাহার পিতার নাম মোঃ শুকুর আলী মোড়ল এবং মাতার নাম মোছাঃ সুবেতারা বেগম। তিনি ১৯৫৭ সালে ৫ই ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি টিলা গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করে টেংরা নিন্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী শেষ করে দর্গা পাশা আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি দেওয়ার জন্য নাম রেজিষ্ট্রেশন করছিলেন। হঠাৎ এক কঠিন রোগে আক্রান্ত হয়ে জেনারেল ওসমানী হাসপাতালে তিন মাস ভর্তি ছিলেন। ভালো হওয়ার পর জানতে পালেন। ডাক্তার সাহেব নাকি নিশেধ করছেন। লেখা পড়া করলে মাথায় চাপ পড়লে আবার এ রোগ দেখা দিতে পারে।এর পর এখানেই শিক্ষা জীবন সমাপ্ত।

1 thought on “বঙ্গবন্ধুর বংশ -মোঃ রজব আলী

  1. আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা জানালাম।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*