স্বাধীনতা
-শিবানী সাহা
∞∞∞∞∞∞∞∞
স্বাধীনতা তুমি মোর
ভোরের ফোটা ফুল,
দেশের তরে বলিদান
হয় না যেন ভুল।
দেশের তরে জীবন দিলো
ভারত মাতার ছেলে,
রক্তের বিনিময়ে তাই আজ
স্বাধীনতা পেলে।
স্বাধীন দেশে বাস করে
স্বাধীন মোরা নই,
ক্ষমতার কবলে পরে মোরা
কত কষ্ট সই।
জীবন দিয়ে দেশ স্বাধীন
করেছিলো যারা,
এমন দেশ দেখলে পরে
দুঃখ পেতো তারা।
স্বাধীন পতাকা উড়িয়ে দিয়ে
গাই তার জয়গান,
রক্তে ভেজা ভূমির পরে
বীর শহীদের প্রাণ।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:-
আমি শিবানী সাহা। বর্তমানে আমি হুগলি জেলার কোন্নগরে বাস করি।আমি একজন সাধারণ গৃহবধূ। কবিতা লিখতে ও পড়তে খুব ভালোবাসি। অবসর সময়ে কবিতা পড়ি ও কবিতা গল্প লিখি। সাহিত্যের প্রতি অনুরাগ ছোটবেলা থেকে।