কবিগুরু
-অনিল কুমার পাল
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
গুরু তুমি কবি তুঁলি আঁকা ছবি
বহু এঁকে ছিলে ছবি,
জল রঙে আঁকা সবে মিলে দেখা
চোখে ভেসে ওঠে রবি।
তোমা লেখা গান কত শত দান
হৃদে বাজে গেয়ে গান,
লেখা ছড়া পড়ে মন যায় ভরে
শিশু পাঠে জাগে মান।
ধরা তলে এলে চিনে দিয়ে গেলে
মাথা উঁচু করে আছি।
গেলে তৈরি করে পাঠে মন ভরে
খুশি মনে তাই ভাসি।
মহি জুড়ে তুমি আলো করা অমি
শত লেখা পড়ে শিখি।
ভুলা নাহি যায় দীপ শিখা তায়
মনে গাঁথা থাকে ধিকি।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিত-
অনিল কুমার পাল, পিতা মৃত দ্বিজপদ পাল, মাতা মৃত রেনু বালা পাল। তিনি মাগুরা জেলার অন্তর্গত পুটিয়া (বাংলাদেশ) গ্রামে ১০ জানুয়ারি ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি একটি বিশেষায়িত ব্যাংকে, অডিটর হিসাবে কর্মরত আছেন। তাঁর বেশ কয়েকটি যৌথ কাব্য গ্রন্থে লেখা প্রকাশিত হয়েছে। তিনি অবসর সময়ে লেখা লেখি করে থাকেন।