লিখেছেন : শম্পা ঘোষ
একটা বিষন্ন নীরব রাত –
রাতটা নীরবে বলে যায় কত কত কথা ।
আর হয়তো ফিরে আসবে না এরকম কোনো রাত তোমার আমার জীবনে –
আর হয়তো কোনোদিনই মুখোমুখি হব না তুমি আর আমি ।
হবে না আর এ জীবনে দেখা ।
স্মৃতির পাতাগুলো মনে দিচ্ছে দোলা ।
ওই ধূসর বর্ণের পাতাগুলো বড্ডো মলিন কিন্তু তবুও তারা সজাগ দৃষ্টিতে উদাসী হয়ে রয়েছে তোমার আমার দিকে তাকিয়ে !
ভালোবাসার স্বাদটা এ জীবনে রয়েই যাবে অধরা ।
সাধ ছিল এ জীবনে তোমার প্রেমে আবিষ্ট হয়ে মিশে যাবো আমি তোমার সাথে !
কথা ছিল – কোনো এক বসন্তের জ্যোৎস্না ভরা রাতে এক সাথে হাঁটবো দুজনায় হাতে হাত রেখে –
চলতে চলতে দুজনেই গায়ে মেখে নেব ওই জোছনার আলো –
এল না তো সেই রকম বসন্তের কোন রাত তোমার আমার জীবনে !
কথা ছিলো আমরা নেবো উষ্ণতার ওমে পরস্পরকে সেঁকে ভালোবাসার চাদরে জড়িয়ে !
সেই বাসনা আজও পূরণ হল না তোমার আমার
বুঝি বা তা হয়েই গেছে নিরুদ্দেশ ।
আজও আমি বসে আছি উদাসী হয়ে তোমার পথ চেয়ে তোমারই অপেক্ষায় !
হয়তো এ জীবনে পূরণ হবে না আমার মনের ওই সুপ্ত ইচ্ছাগুলো –
বোধহয় আমার ভালোবাসা জাগাতে পারেনি তোমার মনে প্রেমের ছোঁয়া
এ জীবনে রয়েই যাবে বাকি ভালোবাসার সুগন্ধটা নেওয়া ।
তোমার আমার এই যে প্রেমগাঁথা রয়ে যাবে চিরকাল অন্তরালেই – থেকে যাবে কেবল বইয়ের পাতায় ধূসর মলিন হয়ে ।
তবু আজীবন আমি কেবল নীরবেই ভালোবেসে যাব তোমাকেই –
শুধু তুমি – শুধুমাত্র তোমাকেই ।।