আমার মৃত্যু হয়েছে আজ তিনদিন
প্রিয় শহরটা ভালোই আছে আমিহীন
যতনের শরীরের আমার ধরেছে পচন
অদ্ভূত হলেও সত্যি মনের হয়নি মরন
দানবের হাতে বিক্ষত হলো আমার সম্ভ্রম
মানুষের জগতেই শেষতক গেলো দম
রুপকথার দানবেরা গল্প থেকে এসে
কতই ফুল ছিড়ছে মানুষের বেশে
দু:খ ছিলো না আমার তেমন ওদের রোষে
দু:খ হলো যখন শুনি মরেছি নিজের দোষে
চালচলন আর পোশাকই নাকি কারন
একটা মেয়ে একলা চলাও শুনি বারন
অবৈধ সর্ম্পক অথবা দুষ্ট প্রেমের অপবাদ
পত্রিকায় রটেছে আমার নামে এমন সংবাদ
পরিবারও আমার বিচার চাইতে গিয়ে
দু পা পেছালো এক পা ভয়ে এগিয়ে
প্রাণ নিয়েছো করেছো সম্ভ্রম আমার হরন
অপবাদ দিয়ে দিও না আর নিত্য মরন
ভোরের পাখিরা এখনো আমার জানালায়
ঘুম ভাঙ্গাতে এসে না পেয়ে ফিরে যায়
হঠাত আমি চিরঘুমের দেশে গেলাম কেন
ভুলেও প্রিয় ফুল ও পাখিরা জানে না যেন
© খালেদ মাহমুদ খান
✍ ০২/০১/২০২১

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*