লিখেছেন : নির্মল বরাট
সারাদিনের ক্লান্তির পর এক বিষন্নতা নামে ;..
জমা হয় অনুভূতি,- স্মৃতির নীল খামে।
নির্জণ দূর্বোধ্য গাঢ় অব্যক্ত নিকষ চেতনায় ;…
কিছুটা ফেলে আসা ক্ষণ এসে দাঁড়ায় ;…
চোখের পাতায় প্রজ্জ্বলিত তারাদের অচেনা ইশারায়।
কখনো বিস্ময় জাগে,- কখনো বা শুধুই ;….
মনেহয় সবই অলীক নয়তো আমার কিছুই।
একটা উচ্ছ্বাস নতুবা বিষাদসিন্ধুতে ঘুম জাগে ;….
আর সেই ঘুমেরদেশে স্বপ্নেরা পাথেয় মাগে ;….
নতুন সূর্যের হয়তো অনাকাঙ্ক্ষিত রক্তিম অনুরাগে।
যদিও সময়ের অচেনা খেয়ালে কোনকোন দিন ;…
জেগেউঠার বেলায় মাথা হয় আকাশে বিলীন।
মাথা আর থাকেনা মাথাতে, – হয়েযায় আকাশ ;….
চাহিদার নম্র বাতাস ফেলে ঝড়ের দীর্ঘশ্বাস ;…
ঢুলুঢুল চোখ দেখে অনন্ত দূর্গমের পূর্বাভাস।