লিখেছেন :এ,এম,নজরুল ইসলাম শাহজাদা
চিন্তামনি ডাক্তার যিনি সল্যকাজে সেরা
কাটার পরে বুঝতে পারে নিজের তারটাই ছেড়া
হৃদয় ম্যাডাম প্রেমে উদাম না বুঝিয়াই কিছু
অহর্নিশি ঘুরে বেশি খল নায়কের পিছু
অন্তর বাবু মন্তর পড়ে যন্তর করে ঠিক
সহজ কাজে মন মেজাজে জটিল অত্যধিক
নয়নবাবু দর্শন ছাড়া রিপোর্ট করেন কম
ভালবাসার মিথ্যে আশায় আটকে আসে দম
চরনদাসী হয় উদাসী জটিল প্রনয় রোগে
হেঁটে বেড়ায় সারা পাড়ায় মনোকষ্টে ভোগে
হস্তবাবু মস্ত বড় প্রেম তাড়ানো ওঝা
কন্ঠ হেসে বলে শেষে নয়তো মোটেই সোজা
কর্নদ্বয়ে মগ্ন হয়ে যা শুনেছে নিজে
আপন মনের হৃদয় কোণে সেই বেদনায় ভিঁজে
ওষ্ঠে হাসি বিশ্ববাসী হাসতেই শুধু দেখে
ভালো বাসার চুমু দিয়ে কত লেখাই লেখে
সারা অঙ্গে নানা রঙ্গে ভালো বাসার খেলা
সেই খেলারই পোষ্ট মর্টেম হলো এতো বেলা।।