লিখেছেন : তৌহিদা জাহান লিপি 

আবার আমি খোলা আকাশের নীচে,
আমার প্রিয় জায়গাটিতে এসে দাঁড়িয়েছি ।।
ফুলে ফুলে মুখরিত চারদিক ——-
জানো আজ আমার কোন ব্যস্ততা নেই ।।
নেই ফিরে যাবার কোন তাড়া ।
তোমার ভালোবাসা আজ বড় নিঃসঙ্গ,——-
নিশ্চয়ই তুমি ভুলে যাওনি ——-
এই পথ ধরে পাশাপাশি হাতে হাত রেখে কত হেঁটেছি ।।
হঠাৎ কোন এক সময় থমকে দাঁড়িয়ে তুমি অবাক দৃষ্টিতে আমাকে দেখেছো ।।
একটি পদ্মফুল আমাকে দেওয়ার জন্য কতবার নেমেছো পদ্মপুকুরে ?
মনে কি আছে তোমার ? —–
পথের ধাঁরে সরিষা ফুলগুলি যখন হলুদ চাদর বিছিয়ে আমন্ত্রণ জানাতো ——
তুমি বলতে এই হলুদিয়া শ্যামলীর মাঝে তোমাকে সাজিয়ে তুলবো ।।
ঐ নীল আকাশকে সাক্ষী রেখে , ডুবন্ত সোনালী আভার সূর্যকে সামনে
রেখে কতবার আমি বলেছি ———
ভালোবাসি শুধু তোমাকেই ভালোবাসি ——— ।।
আজ পঁচিশ বছর পর আবার ঠিক সেই জায়গাটিতে এসে দাঁড়িয়েছি ।।
আজ আর কেউ বলছেনা ভালোবাসার কথা ।
প্রকৃতিও মনে হয় তার লাবণ্যতা হারিয়ে
ফেলেছে ।। কেন বলতো — ??
হয়তো তুমি পাশে নেই বলে ।কত স্মৃতি আজ আমার
মনের জানালায় উকি দিয়ে যায় ।।
তুমিও কি ভাবো আজ আমারি মত ??
খুব জানতে
ইচছে করে ।
হঠাৎ জল তরঙ্গের ঢেউ তুলে কেউ
আমার কানে কানে বললো
আজ তুমি একা কেন ??
আমি নিশচুপ , কোন উত্তর দিতে পারিনি ।।
আজ আমার মন থেকে হারিয়ে যাওয়া তুমি ,
মিলেমিশে একাকার হয়ে আছো আমার
হৃদয়ের আঙ্গিনায় ।।
আমার মনের সিংহাসনে ,
আমার অস্তিত্তে আমার প্রতিটি নিঃশ্বাসে
এখনো জ্বলছো তুমি ——
একটি ধ্রব তারা হয়ে ——————- ।।
#তৌহিদা জাহান লিপি -২৪/০২/২০২১

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*