অভিনয়
– নির্মল বরাট
♥♥♥♥♥♥♥♥♥♥
আজ আমি ভালো নেই ;–
জানি না পৃথিবীর কেও কোথাও তা আছে কি নেই ;…
চোখের পরিধি কমে গেছে ;
আজ আর আকাশ পানে স্বপ্ন খোঁজে না এ চোখ,
শুধু অবাক বিস্ময়ে আধাঁর ঘনিয়ে আসে ;
সন্ধ্যার আলতো কুয়াশায় এক অলীক ঘুমভাব জেগে উঠে ;
সন্ধ্যা পেরিয়ে রাত্রির অনন্ত নিকষ উপত্যকায় বিরহী শিশির খেলাঘর রচে চলে প্রতিনিয়ত চোখের পাতায় ;
স্মিত হাসির নম্র সকাল কক্ষপথ ছেড়ে কবেই পাড়ি দিয়েছে অন্য ঠিকানায় ;
অলীক উন্মাদনায় দুপুর এসে বেলাশেষের গান ধরে ;
আর বিকেলের অবসন্ন আলোয় এক অতৃপ্ততার ইন্ধন মাথা কুরে কুরে খাবে জানি ;
নীল নভোঃমন্ডলে শুধু হাহাকারের সুদীর্ঘ ফরমাস ;
আর চেতনার কিশলয়ে নিজস্বতার আত্মহূতিতে ভালো থাকার বিলাসী অভিনয়।
♥♥♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি:-
কবি নির্মল বরাট ভারতবর্ষের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যের বর্তমান ঝাড়গ্রাম জেলার রাজদহা নামের এক ছোট গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা নগেন্দ্রনাথ বরাট ও মাতা হলেন রেণুকা বরাট। কবি খুব অল্প বয়সেই তার বড়দা অরুণ বরাটকে হারাণ এবং সেই পরিস্থিতিতে এক দারুণ অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে শিক্ষাজীবন শুরু করেন ; পরবর্তীতে প্রায়শই অভুক্ত থেকে দীর্ঘ জীবন সংগ্রাম করে পড়াশুনা চালিয়ে নিয়ে যান এবং শেষ পর্যন্ত ইতিহাস অর্নাস নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা সম্পুর্ণ করেন ;বর্তমানে তিনি দমকল বিভাগে চাকরিরত এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবনে আবদ্ধ হয়েছেন তবে ছোট বয়ষ থেকেই লেখার কারণে আজও লিখে চলেছেন কিন্তু কোন কবিতার বই এখনো পর্যন্ত প্রকাশিত হয় নি….