মানবতা পাশে থাক
-পার্থ গোস্বামী
⇔⇔⇔⇔⇔⇔
কন কনিয়ে ভীষণ ঠান্ডা পড়েছে ভাই,,
সন্ধ্যের আগেই বাড়ি ফিরি তাই।।
ফেরার পথে মুখগুলো মনে রয়,,
শীতের মধ্যেও প্রিয়রা সব সয়।।
রাস্তার নিকট ফুটপাতে তাদের বসবাস,,
মানুষ বললে তোমার ঘটবে সর্বনাশ!!
লাঞ্ছনা,বঞ্চনা মুখগুলোর নিত্যসঙ্গী আজ,,
বাবুদের পাশ কাটিয়ে ফেরাই কাজ।।
ঠান্ডার মধ্যে ওদের ভীষণ রকম কষ্ট,,
মুখ ফিরিয়ে মানবতাকে করোনা নষ্ট!!
পাশে থাকার শুধু দায়িত্বটুকু নিও,,
শীতবস্ত্র একটুখানি গায়ে জড়িয়ে দিও।।
ভালোবাসা দিয়ে মানবতা বজায় রেখো,,
শীতার্থদের একটু আপন করতে শেখো।।
ফ্যাকাসে চেহারাগুলো করছে আর্তনাদ!!
পাশে থাকলে পাবে নিখাদ আর্শীবাদ।।
প্রিয়দের জন্য শুধু ভালোবাসা বজায় থাক,,
সমস্ত রকম সংকীর্ণতা চিরতরে মুছে যাক।।
পাশে থেকে জাত পাতের উর্ধ্বে উঠতে হবে,,
মানবিকতার জয়ধ্বজা তবেই উদিত রবে।।
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি:-
কবি পার্থ গোস্বামী ভারতবর্ষের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যের বর্তমান বাঁকুড়া জেলার খালগ্ৰাম নামের এক ছোট গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা উৎপল গোস্বামী ও মাতা হলেন লক্ষী গোস্বামী। কবি খুব অল্প বয়সেই কাঁধে কাঁধ মিলিয়ে পিতাকে কাজে সাহায্য ও সহযোগিতা শুরু করেন।সেই পরিস্থিতিতে এক দারুণ অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে শিক্ষাজীবন শুরু করেন। এইভাবেই খুব কষ্টের মধ্যে দিয়ে শিক্ষাজীবন শেষ করেন।এরপর বিভিন্ন কোম্পানীতে টেকনিশিয়ান হিসেবে কিছু দিন কাজ করেন।পরবর্তীতে অস্থায়ী কর্মী হিসেবে পঞ্চায়েত ডিপার্টমেন্টে গ্ৰামীন সম্পদ কর্মী হিসেবে চাকুরিতে যোগ দেন। বর্তমানে ওই চাকুরিতে রয়েছেন। এছাড়াও আরও বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর পাশাপাশি ছোট থেকেই সাহিত্যের উপর টান এবং লেখালিখি করছেন।ছোট বয়স থেকেই লেখার কারণে আজও লিখে চলেছেন।এই সাহিত্য নিয়ে অনেকদূর এগিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে।কবি তার লেখা প্রতিযোগিতামূলক ইভেন্টে দিয়েছেন এবং সেরার সম্মাননা অর্জন করেছেন কিন্তু কোন কবিতার বই এখনো পর্যন্ত প্রকাশিত হয় নি….