আমি তোমাতেই পরিপূর্ণ

– পপি প্রামানিক

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

স্বপ্নের সিঁড়ি বেয়ে নেমেছি তোমার হৃদয় আকাশে,

দেখেছি জ্যোৎস্নার আলোক রোশনাই!

সেই আলোক রোশনাইতে স্নাত হয়েছি বার বার।

আমি তোমার তোমাতেই মিশে হয়েছি একাত্ম!!!

তুমি আমার সেই সুখের নাম,

যে মধুর নাম আমি অহর্নিশি যপ করে চলেছি।

তাই তোমাতেই খুঁজে ফিরি সেই সুখের রূপ, রস, গন্ধ!

কামনাহীন তোমার ভালোবাসায় আমি আপ্লুত ——-

যে ভালোবাসা দিয়ে আমার হৃদয়ে জমে থাকা নোনা জলের স্তুপ বিগলিত করে ঝর্ণার সুমিষ্ট জলের ধারা বয়ে দিয়েছো।

আমার বিশ্বাস — আমার প্রতি তোমার ভালোবাসা দোদুল্যমান জলবিন্দুর মতো ক্ষণস্থায়ী নয়।

সেটা যুগ-যুগান্তরের, সেটা চিরস্থায়ী!!

তোমার চোখের প্রেমময় দৃষ্টিতে আমার আমিকে খুঁজে পেয়েছি।

তাই তো আমি পারিনি —-

পারিনি আমার আমিটাকে আমার মধ্যে রাখতে।

অজান্তেই তোমার অস্থির প্রেম সাগরে ডুব দিয়েছি বার বার,

আমি তোমার অদম্য সুখের মাঝে হারিয়ে যাই আবার।

তোমার হৃদয় আকাশে, তোমার অন্তরীক্ষে ধ্রুব তারা হয়ে থাকতে চাই।

আমার চাওয়াগুলোকে তুমি পূর্ণতা দিয়েছো।

তোমাকে কতটুকু ভালোবাসি!

সে হিসাব নাই বা বললাম।

তবে আমি যতটুকু পেয়েছি ততটুকুতেই আমি তুষ্ট।

সেটুকুতেই আমি জীবন কাটাতে চাই।

তাই তো নিজেকে বিসর্জন দিয়েছি তোমাতেই।

আমি তোমাতেই স্বয়ংসম্পূর্ণ, তোমাতেই পরিপূর্ণ!

আজীবন আমি তোমাতেই পরিপূর্ণ থাকতে চাই!!!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

কবি পরিচিতঃ

কবি পপি প্রামানিক ১৯৮৩ সালের ১৬ আগষ্ট কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় তাঁর মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আশুতোষ প্রামানিক (শিক্ষক) এবং মাতার নাম কানন বালা প্রামানিক। পেশাগত জীবনে তিনি শিক্ষকতা করেন। তিনি ২০০৮ সালের ২৭ জানুয়ারী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি দুই সন্তানের জননী। ছোট বেলা থেকেই তিনি কবিতা পড়তে এবং আবৃত্তি শুনতে পছন্দ করতেন। সেখানে থেকেই অনুপ্রাণিত হয়ে কবিতা লেখা শুরু করেন। বর্তমানে তিনি অন লাইনের বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত এবং বিভিন্ন গ্রুপে নিয়মিত লেখালেখি করেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*