জীবন সাথীর প্রয়োজন 

– মৌটুসী চৌধুরী

⇒⇓⇐

জীবনে চলার পথে সাথীর কি বা প্রয়োজন ?

বেশ আছি একা একা —

নাইছি খাচ্ছি –

নিজের চাহিদা মত ইনকাম

ইচ্ছে মতো খরচ ,

যেথায় মন করে চলে যাওয়া ,

না , পারমিশন

না , দেওয়ার কোন ইনফরমেশন –

তবুও রাতের অন্ধকারে

একা বালিশের কাছে ,

বড় একা লাগে –

তবে বল সাথীর আছে না , প্রয়োজন ?

সে সাথী কেমন হবে বুঝিয়ে তবে বলি –

রাগেও সে অভিমান বুঝবে–

আহ্লাদে বুকে টেনে রাখবে —

আবদারে বোনের কথা বলবে–

শাসনে তার মাতৃত্ব ঝরে পড়বে–

ভালোবেসে মোর পানে চাইবে–

সোহাগে বৃষ্টি হয়ে ঝরবে —

কঠিন পথে হাতটি শক্ত করে ধরবে–

দুনিয়ার প্রখর রোদে ছাতা হয়ে থাকবে —

যদি পাই তারে ধরবো আঁকড়ে বাহুডোরে ,

জীবন সাথী করে এগিয়ে যাব হাতে হাত ধরে ।।

⇒⇓⇐

কবি পরিচিতিঃ-

কবি মৌটুসী চৌধুরী । বাবার নাম স্বর্গীয় শ্রী তপন রঞ্জন পাল ও মায়ের নাম শ্রীমতি মঞ্জুলা পাল । জন্ম ১৯৭৮ সালের ১৮ই আগস্ট ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোল শহরে । পড়াশোনা , বড় হওয়া তার আসানসোল শহর থেকেই । আসানসোল গার্লস কলেজ থেকে বি.এ. পাস করেন । স্বামীর চাকরিসূত্রে গত বছর ১৬ বছর ধরে ঝাড়খন্ড রাজ্যের রাচি শহরের বাসিন্দা । তার কিছু গল্প, কবিতা কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে । তিনি কম কথা বলেন , তাই তিনি মনের চিন্তা ধারা লেখার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেন ।

 

 

1 thought on “জীবন সাথীর প্রয়োজন – মৌটুসী চৌধুরী

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*