অপমান
– অনন্যা পাল সেনগুপ্ত
℘℘℘℘℘℘℘
আমি নারী , আমি সব পারি
তবে, পারিনা রবীর আলো করতে কালো
সবাই মিলে আগুন জ্বালো,
এ অসভ্যতার হোক প্রতিবাদ, হোক কলোরব,
হোক অপসংস্কৃতির অবক্ষয়,
নিপাত যাক রায় রোদ্দুর
নারী হয়ে যারা করে নারী র অপমান,
শেখেনি তো তারা কাকে বলে সম্মান,
হোক দৃষ্টান্তমূলক শাস্তি ,সারা পৃথিবী বাসী চায়,
নারীদিবসের নারীর মর্যাদা রক্ষায়।।
℘℘℘℘℘℘℘
কবি পরিচিতি-
কলকাতায় জন্ম হলেও ছোটবেলা কেটেছে বিদ্যানগর নামক একটা গ্রামে। পরবর্তীতে পড়াশোনা সবই কলকাতায় এবং বর্তমানে বৈবাহিক সূত্রে উত্তর ২৪ পরগনার বারাসাতে থাকেন। শিক্ষাগত যোগ্যতায় ইউনিভার্সিটির দোড়গোড়ায় পৌঁছালেও বিবাহ নামক সম্পর্কে আবদ্ধ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ পেরোনো সম্ভব হয়নি। সাহিত্যের আঙিনায় এক নামহীন বর্নহীন কলম যে তার নিজের ইচ্ছেয় চলে। এই যাত্রাপথের শৈশব এখনও পেরোয়নি, লেখালেখি মূলতঃ মুখবইতেই সীমাবদ্ধ যদিও তার লেখা কয়েকটা ম্যাগাজিনে স্থান পেয়েছে। কবি বা লেখিকা হিসাবে নয়, একজন প্রকৃত সাহিত্য প্রেমী হিসাবে পরিচিতি পাওয়াই লক্ষ্য। সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়েই এই পথচলা এবং সেই উদ্দেশ্যেই একটা সামাজিক সংস্থা “ছোট্ট প্রয়াস” এর প্রতিষ্ঠাতা সদস্য। সমাজের বুকে যদি ছোট্ট একটা দাগ রেখে যেতে পারি তবেই জীবন সার্থক।