নেই জানা

– গৌর গোপাল পাল

♦♦♦♦♦♦

ভাবছি বসে শীত সকালে

বাপরে শীতের দাপ্!

এমন শীতে কার কপালে

কি লেখা রয় পাপ!!

অনাথ যারা পাই না খেতে

নাই জারোয়া গায়ে!

কেমন করে ঘুমোয় রেতে

তখন মায়ে-ছায়ে!!

ফুটপাত যার শেষ সম্বল

খোলা আকাশ ছাদ!

কিচ্ছুটি নেই, নেই কম্বল

কি তার অপরাধ!!

হে ভগবান এমন করে

কাঁদাও কেন ওদের!

কি অপরাধ বলবে মোরে

কোন্ দোষে এই ফের!!

পারবে নাকো বলতে জানি

বলতে আছে মানা!

কোন্ সে দোষে এ হয়রানি

তোমারও নেই জানা!!

♦♦♦♦♦♦

কবি পরিচিতি-

ইতি মধ্যে অন লাইন বাদে, দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক,ত্রৈমাসিক মিলিয়ে পাঁচ শতাধিক পত্র পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। অল ইণ্ডিয়া রেডিও শান্তিনিকেতন থেকে যেমন কথিকা পাঠে অংশ নিয়েছেন তেমনি বহরমপুর বেতার কেন্দ্র থেকেও স্বরচিত কবিতা পাঠ করেছেন। অল ইণ্ডিয়া রেডিও কলকাতার অনুমোদিত গীতিকার,প্রথিতযশা শিল্পীরা আমার লেখা গান বেতার,দূরদর্শন, ক্যাসেট, রের্কডে বা ফ্যাংশনে গেয়েছেন বা গাইছেন তার সংখ্যাও শতাধিক পেরিয়ে গেছে। সরকারি সম্মাননা না পেলেও অনেক বেসরকারি সম্মাননা ভাণ্ডারে রয়েছে।

“কিছু কথা কিছু গান” প্রথম ও দ্বিতীয় খণ্ড,

“ছন্দে ভরা দাদুর ছড়া” “অট্টহাস লাভপুর” এবং “লাভপুর ও কীর্ণাহারের কথা” ইতিমধ্যেই বই আকারে প্রকাশিত হয়েছে।

ছড়া,কবিতা, গান, গল্প, পত্রসাহিত্য,প্রবন্ধ নিবন্ধসব রকম লেখাতেই হাত রয়েছে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*