একটি ছেলে

– তাপস কুমার বর

♥♥♥♥♥

যেদিন সে জন্মেছিল…..

হাজার বাঁকা চোখের দৃষ্টি।

অসফলতার বন্যা বইয়ে,

সুন্দর বসন্ত খুঁজেছি।

আমি জীবন প্রতিযোগী……

সুখের সৃষ্টির উল্লাস খুঁজেছি।

অসফলতার বন্যা বইয়ে,

কান্নার স্তূপ একেছি।

দৌড়েছি জীবনপুঞ্জি …..

কত অবজ্ঞার দৃষ্টি।

বলতে তুমি পারবে কি?

কখনো সুখ পেয়েছি।

আমি প্রলয়ের সৃষ্টি উল্লাসী,

দগদগে আগুন জ্বালিয়েছি।

নীরবতার অপমান নিয়ে…..

ডুকরে ডুকরে মরেছি।

জীবনপুঞ্জির প্রতিযোগিতায়….

ব্যর্থতাকে ভালোবেসেছি।

আমি দৌড়ে চলেছি….

মৃত্যু গহন অন্ধকূপে,

আমার মৃত্যুর অলিগলি।

আমি বোবার মতো থমকে গেছি,

নির্জনে সুখ খুঁজেছি।

ডানা কাটা শালিকের মতো….

আমি ব্যর্থতাকে জয় করেছি।

যন্ত্রণা আমার কলমসাথী,

তোমায় নিয়ে ঘর বাঁধতে চেয়েছি।

আজ তুমি বুঝবে কি?

কত বাঁকা দৃষ্টি জয় করেছি।

আমার পথের দুর্গম রহস্য,

সেলুলার জেলে বন্দি।

মৃত্যু গহন অন্ধকূপে….

শুধু মৃত্যুকে ডেকেছি।

বুঝবে কি সেদিন তুমি?

যেদিন হবো আমি মৃত্যুর সারথি।

♥♥♥♥♥

কবি পরিচিতি-

তাপস কুমার বর জন্ম ২৪ মার্চ কৃষ্ণনগর, ভারত। অত্যন্ত দরিদ্রতার সঙ্গে জীবন কাটিয়ে কলেজ বাংলা অনার্স নিয়ে 2015তে কলেজ পাস করেছেন। তার পর দরিদ্রতা কারনে পড়া বন্ধ করেন।এখন বতর্মানে প্রাইভেট টিউটর। লেখালেখি শুরু ২০১২ সাল থেকে

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*