ভালোভাসা ভালো থাকুক

-গীতা লোধ

♥♥♥♥♥♥♥

ভালোবেসেই রাখা ভালোবাসা

হৃদয় মাঝখানে,

ভালোবাসাই সৌরভ ছড়াক

মনে প্রানে গানে গানে ।

ভালোবেসেই মাতা পিতা

ভ্রাতা ভগ্নি সপরিবার,

ভালো বেসেই পুত্র মিত্র

সব পরিপূর্ণ সংসার।

ভালবাসার মানুষের সাথে

আদরের বাণী

ভালোলাগে ভালোবাসার সাথীর

সুখ দুঃখের কাহিনী।

ভালোবেসে বলা ভালো থাকুক

ভালো লাগার ছোট বেলা,

ভালো ভাবনায় রয়েছে কৈশোরের

সেই চঞ্চল চপল খেলা।

যৌবনের ভালবাসার লাবন্যলতা

ভালো লাগার হাসি,

ভালো লাগে এখনো

তাই ভালোবাসা রাশি রাশি।

স্নেহ ভালোবাসার ভাই বোন

ঝগড়া হত তবু,

ভালোবাসা, ভালোভাবনা ভালোরাখা

এক বিন্দু কম হত না কভু।

ভালোবাসা ভালো ভাবনায়

ভালো ভাবে ভালথাকুক,

ভালোবেসেই ভালোবাসা কে

ভালো ভাবেই ভালো রাখুক।

♥♥♥♥♥♥♥

কবি পরিচিত-

নাম গীতা লোধ,বাবা অসীম লোধ,ত্রিপুরায় ( উদয়পুর )।লেখা লেখি খুব ভালোবাসি অন্য কবি লেখা পড়তে ভালোবাসি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*