পলাশ ফাগুন
– মৌমিতা হালদার
♥♥♥♥♥♥♥♥
বসন্তের আগমনে পলাশ ফুলের মেলা,
ফাগুনের মিষ্টি হাওয়ায় রঙিন ফুলের খেলা।
চারিদিকে পুষ্পিত পলাশেরই লুকোচুরি,
বসন্তের দখিনা হাওয়ায় মন হয়েছে উড়িউড়ি।
পলাশ ফুটেছে প্রভাতে, ছড়িয়েছে সৌরভ,
রূপে রঙে সে যে এক প্রকৃতির গৌরব।
পলাশ ফুলে বাসর সাজিয়ে সাজিয়েছি বরণঢালা,
খোঁপাতে সাজিয়ে ফুল সাজিয়েছি পূজোর থালা।
অসময়ের বৃষ্টি যেন চারিদিক পাগলপারা,
বসন্তের রঙিন ছোঁয়ায় সবাই যেন দিশেহারা
অম্র মুকুলের সৌন্দর্য যেন পথের ধারে ধারে,
আনন্দ খুশিতে মন ভরে উঠেছে বারে বারে।
কোকিলের কন্ঠে বাজছে বসন্ত আগমনের সুর,
রঙের খেলায় মেতে উঠে দুঃখকে করো দূর,
আবিরের রঙে ভরে থাকুক সকলের মন,
বসন্তের তুলির টানে রঙিন হোক এ জীবন।
♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
কলকাতায় বসবাস করেন। অনলাইনে ২ বছর ধরে লিখছেন, বরাবর কবিতা ই লিখেন, সাহিত্য ভালো লাগে তাই সাহিত্য পরিবারের সাথে যুক্ত আছেন।