মিলন ধর্ম
– বিপ্লব দে
⇒⇒⇒⇒⇒⇒
গোল থালার মতো চাঁদ যদি মাস জুড়ে থাকতো
সূর্যের তেজ যদি বছর জুড়ে গ্রীষ্মের কথা বলতো,
আমি তুমি ঘর্মাক্ত চাঁদের আলোয় বাতাস খুঁজতাম
স্বস্তির সীমানা ছুঁতে বড় বড় পত্রের বৃক্ষতলে যেতাম,
জলের তেষ্টা মিটতো পানিতে, আর বৃষ্টিতে প্রেমধর্ম-
আকাশ আসমান এক করে বিরাজিত শুধু মানব ধর্ম l
⇒⇒⇒⇒⇒⇒
কবি পরিচিতি: ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই মহকুমায় জন্ম মুক্তিযুদ্ধের বছরে 1971 সনে । ফার্মাসি প্রফেশন এ পিএইচডি ডিগ্রি প্রাপ্ত । বিজ্ঞান বিষয়ক অনেক গবেষণামূলক আর্টিকেল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নালে ও বইতে । কয়েকটা আন্তর্জাতিক মানের বইও প্রকাশিত হয়েছে । তিনশো কবিতা সহ একটি বই প্রকাশিত হয়েছে – মৃত্তিকা । একটি সরকারি কলেজে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অধ্যাপক হিসেবে বর্তমানে কর্মরত ।
অসাধারণ লাগলো বিপ্লব দে র কবিতা,উনার
আরো অনেক কবিতা পড়তে চাই